<p style="text-align: justify;">ষষ্ঠ অধ্যায়<br /> দীর্ঘমেয়াদি অর্থায়ন</p> <p style="text-align: justify;">বহু নির্বাচনী প্রশ্ন<br /> [পূর্বপ্রকাশের পর]</p> <p style="text-align: justify;"><strong>২৪। দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের উৎস কোনটি?</strong><br /> ক) বাণিজ্যিক পত্র<br /> খ) ট্রেজারি বিল        গ) ঋণপত্র        <br /> ঘ) ব্যাংকের স্বীকৃতিপত্র</p> <p style="text-align: justify;"><strong>২৫। সংকর জাতীয় সিকিউরিটি কোনটি?</strong><br /> ক) রাইট শেয়ার    <br /> খ) সাধারণ শেয়ার    <br /> গ) অগ্রাধিকার শেয়ার    <br /> ঘ) বোনাস শেয়ার</p> <p style="text-align: justify;"><strong>২৬। নির্দিষ্ট আয় প্রত্যাশীদের জন্য কোন ধরনের শেয়ার সর্বোত্তম?</strong><br /> ক) সাধারণ    খ) অগ্রাধিকার    গ) বোনাস    <br /> ঘ) রাইট</p> <p style="text-align: justify;"><strong>২৭। বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কোনটি?</strong><br /> ক) বন্ড ক্রয়    খ) ঋণপত্র ক্রয়    গ) অগ্রাধিকার শেয়ার ক্রয়    ঘ) সাধারণ শেয়ার ক্রয়</p> <p style="text-align: justify;"><strong>২৮। ডিবেঞ্চারে বিনিয়োগকারীরা কোন ঝুঁকি মোকাবেলা করে?</strong><br /> ক) ব্যাবসায়িক ঝুঁকি<br /> খ) আর্থিক ঝুঁকি    <br /> গ) সুদের হার ঝুঁকি    <br /> ঘ) তারল্য ঝুঁকি</p> <p style="text-align: justify;"><strong>২৯। কম্পানি সংবাদপত্রের মাধ্যমে বিবরণপত্র ছাপিয়ে কোনটি ক্রয়ের আহ্বান জানায়?</strong><br /> ক) বন্ড    <br /> খ) ডিবেঞ্চার    <br /> গ) বাণিজ্যিকপত্র    <br /> ঘ) শেয়ার</p> <p style="text-align: justify;"><strong>৩০। নিচের কোনটিকে ইক্যুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়?</strong><br /> ক) ঋণপত্র    <br /> খ) বন্ড<br /> গ) সাধারণ শেয়ার    <br /> ঘ) অগ্রাধিকার শেয়ার</p> <p style="text-align: justify;"><strong>৩১। নিচের কোনটির মাধ্যমে তহবিল সংগ্রহ করা হলে ব্যবসায় বিলুপ্ত না হওয়া পর্যন্ত এর অর্থ পরিশোধের প্রয়োজন হয় না?</strong><br /> ক) লিজিং    খ) শেয়ার বিক্রয়    গ) ঋণপত্র    ঘ) বাণিজ্যিক পত্র</p> <p style="text-align: justify;"><strong>৩২। সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশকে সবচেয়ে ঝুঁকিবহুল আয় বলার কারণ কী?</strong><br /> ক) কোনো জামানত থাকে না    খ) যেকোনো সময় প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যেতে পারে<br /> গ) আয় নির্দিষ্ট থাকে না    ঘ) সহজে হস্তান্তর করা যায় বলে</p> <p style="text-align: justify;"><strong>৩৩। মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি?</strong><br /> ক) ক্ষুদ্রঋণ    <br /> খ) বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান    গ) ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ    ঘ) প্রাপ্য বিল বাট্টাকরণ</p> <p style="text-align: justify;"><strong>৩৪। ভবিষ্যৎ প্রয়োজনে অবণ্টিত মুনাফা কোনো তহবিলে পৃথক করে রাখলে তাকে বলে−</strong><br /> ক) সঞ্চিতি তহবিল<br /> খ) ঝুঁকি তহবিল    <br /> গ) দুর্যোগ তহবিল<br /> ঘ) নগদ তহবিল</p> <p style="text-align: justify;"><strong>৩৫। কম্পানির যে বছর মুনাফা অপ্রতুল হয় সে বছর কম্পানি ব্যবহার করতে পারে−</strong><br /> ক) অবণ্টিত মুনাফা<br /> খ) সঞ্চিতি তহবিল<br /> গ) ঋণপত্র    <br /> ঘ) লভ্যাংশ সমতাকরণ তহবিল<br /> উত্তর : ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. ঘ ২৮. খ ২৯. ঘ ৩০. ঘ ৩১. খ ৩২. গ ৩৩. খ ৩৪. ক ৩৫. ঘ।</p>