<article> <p>দশম অধ্যায়<br /> মানচিত্র অভিক্ষেপ</p> <p>বহু নির্বাচনী প্রশ্ন</p> <p>১। কোনটিতে পৃথিবীর সব বৈশিষ্ট্য যথাযথভাবে বিদ্যমান?<br /> ক) বিশ্বকোষে    খ) এটলাসে    <br /> গ) ইতিহাসে        ঘ) ভূ-গোলকে</p> <p>২।  অঙ্কন পদ্ধতির ওপর ভিত্তি করে অভিক্ষেপকে কত ভাগে ভাগ করা যায়?<br /> ক) ২       খ) ৩   <br /> গ) ৪      ঘ) ৫</p> <p>৩) পৃথিবীর অবিকল আকৃতি বোঝানো হয় কোনটি দ্বারা?  <br /> ক) অক্ষরেখা    খ) ভূ-গোলক   <br /> গ) নিরক্ষরেখা        ঘ) দ্রাঘিমারেখা</p> <p>৪। গোলাকার বিশ্বের কোনো কিছুর অবস্থান কিসের মাধ্যমে বর্ণনা করা হয়?<br /> ক) কৌণিক দূরত্ব    খ) কৌণিক কোণ<br /> গ) কৌণিক ত্বরণ     ঘ) কৌণিক বেগ</p> <p>৫। কয়টি পদ্ধতিতে জিআইএসের উপাত্ত সংরক্ষণ করা হয়?</p> </article> <article> <p>ক) ২     খ) ৩<br /> গ) ৪     ঘ) ৫</p> <p>উদ্দীপকটি পড়ে ৬ ও ৭  নম্বর প্রশ্নের উত্তর দাও :<br /> জুয়েল সাহেব ক্লাসে ত্রিমাত্রিক গোলকের সাহায্যে শিক্ষার্থীদের বাংলাদেশের অবস্থান দেখাচ্ছিলেন। তিনি সেখান থেকে বাংলাদেশের মানচিত্র অঙ্কনে অভিক্ষেপের ধারণা দিলেন।</p> <p>৬। উদ্দীপকে উল্লিখিত বস্তুটি কী?<br /> ক) এটলাস    খ) দেয়াল ম্যাপ<br /> গ) ভূ-গোলক    ঘ) মৌজা চিত্র</p> <p>৭. উদ্দীপক অনুসারে বাংলাদেশের মানচিত্র অঙ্কনে ব্যবহৃত রেখা−<br /> i. সরললেখা<br /> ii. দ্রাঘিমারেখা        <br /> iii. অক্ষরেখা</p> <p>নিচের কোনটি সঠিক?<br /> ক) i ও ii    খ) ii ও iii    <br /> গ) i ও iii        ঘ) i, ii ও iii</p> <p>৮। শীর্ষদেশীয় অভিক্ষেপের কেন্দ্র কোনটি?</p> </article> <article> <p>ক) অসীম         খ) নিরক্ষবিন্দু   <br /> গ) মেরুবিন্দু        ঘ) মেরুবৃত্ত</p> <p>৯। ভূ-গোলকে সুস্পষ্টরূপে নির্দেশ করা থাকে−<br /> i. মূল মধ্যরেখা    <br /> ii. দ্রাঘিমারেখা        <br /> iii. অক্ষরেখা</p> <p>নিচের কোনটি সঠিক?<br /> ক) i ও ii    খ) ii ও iii    <br /> গ) i ও iii        ঘ) i, ii ও iii</p> <p>১০। সমুদ্রপথে জাহাজ চলাচলের জন্য কোন অভিক্ষেপটি অধিক ব্যবহৃত হয়?<br /> ক) শাঙ্কব    খ) মার্কেটরের<br /> গ) সম-আয়তনিক    ঘ) বোর্নেয়ের</p> <p>১১।  কোন অভিক্ষেপে অক্ষ ও দ্রাঘিমারেখাগুলো পরস্পর সমকোণে ছেদ করে?<br /> ক) শীর্ষদেশীয়    খ) বেলনাকার  <br /> গ) প্রকৃত বেলন        ঘ) শাঙ্কব</p> <p>১২। জিআইএসের উপাত্ত হতে পারে−</p> </article> <article> <p>i. অ-স্থানিক<br /> ii. স্থানসংক্রান্ত        <br /> iii. অক্ষাংশ ও দ্রাঘিমাংশ</p> <p>নিচের কোনটি সঠিক?<br /> ক) i ও ii        খ) ii ও iii    <br /> গ) i ও iii        ঘ) i, ii ও iii</p> <p>১৩।  ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কী বলে?<br /> ক) INFO       খ) GIS   <br /> গ)  GPS       ঘ) CGIS</p> <p>১৪। কোন অভিক্ষেপের সব অক্ষাংশে দ্রাঘিমারেখাগুলো সমদূরবর্তী?<br /> ক) শাঙ্কব       খ) মার্কেটর   <br /> গ) বেলনাকার       ঘ) প্রকৃত বেলন</p> <p>১৫।  বাংলাদেশে জিআইএসের উপযুক্ত প্রয়োগ ক্ষেত্র কোনটি?<br /> ক) নির্বাচন ব্যবস্থাপনা            <br /> খ) আদমশুমারি<br /> গ) কর্মী ব্যবস্থাপনা                <br /> ঘ) দুর্যোগ ব্যবস্থাপনা</p> <p>১৬।  ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিআইএস  ল্যাব চালু হয় কত সালে?<br /> ক)  ১৯৯৩    খ) ১৯৯৪    <br /> গ) ১৯৯৫        ঘ) ১৯৯৬</p> <p>১৭। জিআইএসের সক্রিয় উপাদান−</p> </article> <article> <p>i. গবেষক    <br /> ii. ব্যবহারকারী    <br /> iii. প্রযুক্তিগত বিশেষজ্ঞ</p> <p>নিচের কোনটি সঠিক?<br /> ক) i ও ii        খ) ii ও iii    <br /> গ) i ও iii        ঘ) i, ii ও iii</p> <p>১৮। পরিমিত অক্ষরেখা কোন অভিক্ষেপের বৈশিষ্ট্য?  <br /> ক) কৌণিক       খ) শাঙ্কব   <br /> গ) শীর্ষদেশীয়       ঘ) বেলন</p> <p>১৯। জিআইএস কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে সাধারণত কত প্রকার কার্যপ্রণালী সম্পাদন করে?</p> <p>ক) ৪       খ) ৩   <br /> গ) ২       ঘ) ৫</p> <p>২০। সরল বেলন অভিক্ষেপের অক্ষ ও দ্রাঘিমারেখাগুলো−<br /> i. সঠিক স্কেলে অঙ্কন করা        ii. সমকোণে ছেদ করে            iii. সবই সরলরেখা</p> <p>নিচের কোনটি সঠিক?<br /> ক) i ও ii        খ) ii ও iii    <br /> গ) i ও iii        ঘ) i, ii ও iii</p> <p>২১।  সরল বেলন অভিক্ষেপের অপর নাম কী?<br /> ক) শাঙ্কব অভিক্ষেপ    <br /> খ) সম-আয়তনিক অভিক্ষেপ<br /> গ) প্রকৃত বেলন অভিক্ষেপ     <br /> ঘ) সমদূরবর্তী অভিক্ষেপ</p> <p>২২। সরল শাঙ্কব অভিক্ষেপের দ্রাঘিমারেখা−<br /> i. একটি কেন্দ্র হতে বিচ্ছুরিত        ii. সম-আয়তনিক    <br /> iii. সর্বদা সমান</p> <p>নিচের কোনটি সঠিক?<br /> ক) i ও ii        খ) ii ও iii    <br /> গ) i ও iii        ঘ) i, ii ও iii</p> <p> </p> <p>উত্তর : ১. ঘ ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. গ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. ঘ ২২. গ।</p> </article>