<p><strong>অষ্টম অধ্যায়</strong><br /> <strong><span style="color:#16a085;">নারী-পুরুষ সমতা</span></strong></p> <p><strong>সংক্ষিপ্ত প্রশ্ন</strong></p> <p>[পূর্ব প্রকাশের পর]<br /> ১০। কোন সম্মেলনে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়?<br /> উত্তর : দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়।</p> <p>১১। আন্তর্জাতিক নারী দিবসে কী করা হয়?<br /> উত্তর : নারীর অধিকার নিশ্চিত করাসহ নানা বিষয়ে সমাজে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।</p> <p>১২। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য কী রয়েছে?<br /> উত্তর : নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালা রয়েছে।</p> <p>১৩। নারী নির্যাতনের মূল কারণ কী?<br /> উত্তর : নারী নির্যাতনের মূল কারণ হলো–পুরুষের তুলনায় নারী বা মেয়েদের নিম্ন সামাজিক মর্যাদা।</p> <p>১৪। বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীর অনুপাত কত?<br /> উত্তর : বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীর অনুপাত ৮১% : ৮৪%।</p> <p>১৫। পারিবারিকভাবে নারী নির্যাতনের ফলে কী হয়?<br /> উত্তর : পারিবারিকভাবে নারী নির্যাতনের ফলে নির্যাতিত নারীর শারীরিক, মানসিক ক্ষতি হয়।</p> <p>১৬। কোন পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধা পায়?<br /> উত্তর : যেসব পরিবারে মায়েরা নির্যাতনের শিকার হন, সে পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধা পায়।</p> <p>১৭। পারিবারিকভাবে নারী নির্যাতনের একটি বিশেষ কারণ কী?<br /> উত্তর : পারিবারিকভাবে নারী নির্যাতনের একটি বিশেষ কারণ হচ্ছে যৌতুক।</p> <p>১৮। ১৮৫৭ সালের ৮ মার্চ নিউ ইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী শ্রমিকরা যে আন্দোলন করেন তার মূল লক্ষ্য কী ছিল?<br /> উত্তর : ১৮৫৭ সালের ৮ মার্চ নিউ ইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী শ্রমিকরা যে আন্দোলন করেন তার মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক আট ঘণ্টা শ্রমের দাবি।</p> <p>১৯। কিভাবে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়?<br /> উত্তর : নারী-পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।</p> <p><strong>কাঠামোবদ্ধ প্রশ্ন</strong><br /> ১। বেগম রোকেয়া কে ছিলেন? নারীদের লেখাপড়া ও নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়া কর্তৃক সম্পাদিত তিনটি কাজের নাম লেখো।<br /> উত্তর : বেগম রোকেয়া ছিলেন ভারতীয় উপমহাদেশের নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত। তিনি নারীশিক্ষার বিষয়ে সমাজে অসামান্য অবদান রাখেন। নারীদের লেখাপড়া ও নারীদের উন্নয়নে তার সম্পাদিত চারটি কাজ হলো :<br /> i. তিনি নারীদের শিক্ষার বিষয়ে সমাজের সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন।<br /> ii. ১৯০৫ সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।<br /> iii. তিনি মেয়েদের স্কুলে যেতে উদ্বুদ্ধ করেন।</p>