<p style="text-align: justify;">গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে চলছে টেক উৎসব এসোন্যান্স-২০২৩। শুক্রবার সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবে পর্দা ওঠে।</p> <p style="text-align: justify;">উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর আহসানুল্লাহ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ফজল ই ইলাহী। এতে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মাহফুজুল ইসলাম।</p> <p style="text-align: justify;">এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব টেকনলোজির উপাচার্য মো. রফিকুল ইসলাম, প্রো-ভিসি ওমর জাহ এবং বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিকস বিভাগের বিভাগীয় প্রধান রাকিবুল ইসলাম।</p> <p style="text-align: justify;">প্রধান অতিথি অধ্যাপক ফজল ই ইলাহি বলেন, সুস্থ ক্রীড়াচর্চা যেমন শিক্ষার্থীদের মন ও মননে ইতিবাচক প্রভাব ফেলে, আধুনিক যুগে প্রযুক্তি প্রতিযোগিতাগুলো একই রকম প্রভাব রাখছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যে ইচ্ছা, সেই ইচ্ছা থেকেই এ ধরনের প্রতিযোগিতা। এ জন্য আইইউটির ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বিভাগকে সাধুবাদ জানাই।</p> <p style="text-align: justify;">দিনব্যাপী এই উৎসবে ১৩টি ইভেন্টে অংশ নেবে শিক্ষার্থীরা। উল্লেখযোগ্য ইভেন্টগুলো হলো, ইস্পোর্টস শোডাউন, রেভ রোবোটিকস 0.1 সেগমেন্টের অধীনে, লাইন ফলোয়িং রোবট, রোবো সকার ও কোয়াডকপ্টারস; রুবিকস কিউব প্রতিযোগিতা, ম্যাটল্যাব কোড প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, দাবা প্রতিযোগিতা ও প্রজেক্ট প্রদর্শনী।</p> <p style="text-align: justify;">সারা দেশের ৬৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৬০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রতিটি বিভাগ থেকে তিনজন (বা তিনটি দল) বিজয়ী পাবেন পুরস্কার। পুরস্কারের মোট অর্থমূল্য ৪ লাখ ৯০ হাজার টাকা। </p> <p style="text-align: justify;">বেসরকারি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান পকেটের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই উৎসবের আয়োজক আইইউটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিকস বিভাগ। উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কালের কণ্ঠ ও নিউজ ২৪।</p>