kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হল সমাপনী উৎসব

রংপুর অফিস   

২ এপ্রিল, ২০১৯ ১১:০৮ | পড়া যাবে ১ মিনিটেবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হল সমাপনী উৎসব

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর ২০১২-১৩ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীদের হল সমাপনী উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ প্রধান অতিথি হিসেবে কেক কেটে এ উৎসবের উদ্বোধন করেন। এরপর আমন্ত্রিত অতিথি এবং ব্যাচটির সকল শিক্ষার্থীর অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল, শহীদ মুখতার ইলাহী হল প্রভোস্ট ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, শহীদ মুখতার ইলাহী হল এর সহকারী প্রভোস্ট শামীম হোসেনসহ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর প্রভোস্ট-বডির অন্যান্য শিক্ষকবৃন্দ।

এ ছাড়াও হল সমাপনী উৎসব উপলক্ষে সন্ধ্যা ৭টায় হলটিতে আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা