kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

জাবিতে মশা নিধনে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১ এপ্রিল, ২০১৯ ২৩:৫৬ | পড়া যাবে ১ মিনিটেজাবিতে মশা নিধনে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মশার উপদ্রব থেকে বাঁচতে মশা নিধনের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবন সংলগ্ন সড়কের পাশে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি অলিউর রহমান সান বলেন, ‘মশার যন্ত্রণায় ক্যাম্পাসের কোথাও দু'মিনিট থাকা যায় না। গত কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়েছে মশার উপদ্রব। 

শিক্ষার্থীদের হল, শিক্ষকদের বাসস্থান ও অনুষদসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে মশা। ফলে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো পদক্ষেপ নেই।’

এ সময় তারা, ‘মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করো’, ‘মশার শাসন থেকে মুক্তি চাই’ ‘মশা মারতে কামান দাগাও’, ‘মশায় জীবন যায়, প্রশাসন কী চায়’, ‘মশার উপদ্রব নিরসন চাই’ লেখা প্লাকার্ড প্রদর্শন করেন।

মশা নিধনের জন্য অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান অলিউর রহমান। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মন্তব্যসাতদিনের সেরা