kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

রাবিতে মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধ বিষয়ক মুকাভিনয় ‘স্মৃতিতে ৭১’

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৮ মার্চ, ২০১৯ ০০:২৭ | পড়া যাবে ১ মিনিটেরাবিতে মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধ বিষয়ক মুকাভিনয় ‘স্মৃতিতে ৭১’

ছবি : কালের কণ্ঠ

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘স্মৃতিতে ৭১’ বিষয়ক মুকাভিনয় মঞ্চস্থ হয়েছে। বুধবার বিকালে শহীদ মিনার মুক্তমঞ্চে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংস্কৃতায়ন’র উদ্যোগে এবং মুকাভিনয়মের পরিবেশনায় এ মুকাভিনয় মঞ্চস্থ হয়।

মুকাভিনয়টির রচনা ও নির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার। এতে তিনি এবং বিভাগের পাঁচ শিক্ষার্থী রুহুল, রুবেল, ঝর্না, সাকিব এবং সোহেল অভিনয় করেন।

সুখন সরকার জানান, মুকাভিনয়টি মূলত মুক্তিযুদ্ধের ইতিহাসকে উপজীব্য করে তৈরি করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধের পূর্ববস্থা, পাকিস্তানি বাহিনী কর্তৃক ২৫ মার্চ কালো রাতে গণহত্যা এবং বঙ্গবন্ধুর ভাষণ শুনে বাঙালিদের জেগে ওঠার গল্পকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মুকাভিনয়টি শেষ হয়।

বিকাল ৫টায় কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর লাঠি নাট্য মঞ্চস্থ হয়। এতে উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন, সহকারী অধ্যাপক আমীর হাসান, কৌশিক সরকার প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা