kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

কুবির পরিবহন পুলে নতুন দুটি বাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৭ মার্চ, ২০১৯ ১৩:৩৭ | পড়া যাবে ১ মিনিটেকুবির পরিবহন পুলে নতুন দুটি বাস

দীর্ঘদিনের আন্দোলন, প্রতিবাদের পর অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বিআরটিসি ইউনিটে দুটি নতুন বাস যুক্ত হলো। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমানে শিক্ষার্থীদের বাসের সংখ্যা দাঁড়াল ১৭টি। 

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে নতুন বাস দুটি আসলে উপাচার্য অধ্যাপক এমরান কবির নিজে চালিয়ে সেগুলোর উদ্বোধন করেন। এ সময় বাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নতুন বাসগুলো যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। 

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীদের বাস সংকট চলছিল। এ নিয়ে দৈনিক কালের কণ্ঠেও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। গত ১১ মার্চ বাস বৃদ্ধির দাবিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে আমরণ অনশনে বসে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রিফাত। পরে প্রশাসনের পক্ষ থেকে বাস বৃদ্ধির আশ্বাসে তিনি অনশন ভঙ্গ করেন। 

মন্তব্য