kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

জাতীয় স্মৃতিসৌধে জাবি ছাত্রলীগের শ্রদ্ধা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৬ মার্চ, ২০১৯ ১৬:২৯ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় স্মৃতিসৌধে জাবি ছাত্রলীগের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে ফুল দিয়ে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেন তাঁরা। এ সময় ফুল দিয়ে সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। 

শ্রদ্ধা নিবেদেন শেষে সভাপতি মো. জুয়েল রানা বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি এখনও সক্রিয় তারা দেশ ও জাতির ক্ষতি করতে চায় তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। আসুন আমরা সকলে মিলে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সকলে মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।

সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, আমাদের স্বাধীনতা আমাদের শক্তি, স্বাধীনতার শক্তিতে এগিয়ে যেতে হবে। স্বাধীনতার অপশক্তি যেন মাথাচাড়া দিতে না পারে সেদিকে সকলের নজর রাখতে হবে।

এ সময় সেখানে বিভিন্ন হলের প্রায় কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা