<p>আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর আর কর বাড়ানো হবে না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।</p> <p>বুধবার (১৯ মার্চ) এনবিআর ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনাসভায় তিনি এ কথা জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঈদে ফিরছেন ঐন্দ্রিলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/03/19/1742379082-cf31220f0114ec8a9445985cf37720a1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঈদে ফিরছেন ঐন্দ্রিলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/03/19/1494380" target="_blank"> </a></div> </div> <p>দেশে সিগারেটের চেয়ে বিড়ির ট্যাক্স কম উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, নকল বিড়ির উৎপাদন বন্ধ না করলে বিড়ি মালিক শিল্প সমিতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।</p> <p>আবদুর রহমান খান আরো বলেন, ভ্যাট থেকে যে পরিমাণ রাজস্ব আসার কথা, তা আসে না। ভোক্তা ভ্যাট দিয়ে রিসিট না নিলে, রাজস্ব বাড়বে না। যারা ভ্যাট দিয়ে রিসিট নেবে তাদের লটারির মাধ্যমে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। সে উদ্যোগ নেওয়া হচ্ছে।</p>