<p style="text-align:justify">পতিত আওয়ামী লীগ সরকারের শেষদিকে নিত্যপণ্যের বাজারে সৃষ্টি হয়েছিল নজিরবিহীন নৈরাজ্য। বাজার নিয়ন্ত্রণে বিগত সরকারের দৃশ্যমান পদক্ষেপ ছিল অতি নগণ্য। অন্যদিকে বিভিন্ন সময় নেওয়া আওয়ামী লীগ সরকারের ভুল নীতি আরো উসকে দেয় মূল্যস্ফীতিকে।</p> <p style="text-align:justify">জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদার ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিতে উল্টোনীতি নিয়ে মূল্যস্ফীতিকে উসকে দেন। যার ফলে পরবর্তী সময়ে তাঁর কোনো ওষুধে কাজ হয়নি।  অভিযোগ রয়েছে, পদত্যাগী গভর্নর সিন্ডিকেটের হয়েই কাজ করতেন। ফলে দেশের খেলাপি ঋণ বেড়ে গিয়েছিল। ব্যাংক থেকে বেশির ভাগ নগদ অর্থ ব্যবসায়ীদের পকেটে চলে যাওয়ার পরই সুদহার বাড়িয়েছিলেন তিনি।</p> <p style="text-align:justify">অর্থনীতিবিদরা বলছেন, আগের সরকার মূল্যস্ফীতি কমাতে উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করেনি। নতুন সরকার বেশ কিছু ভালো উদ্যোগ নিচ্ছে, এগুলো বাস্তবায়ন হলে আশা করা যায় মূল্যস্ফীতি কমবে।</p> <p style="text-align:justify">বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, প্রথমত আগের সরকার মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করেনি। আগের সরকার সংকোচনমূলক মুদ্রানীতির কথা বললেও কোথাও সংকোচন দেখা যায়নি। এখন কিছুটা দেখা যাচ্ছে। ডলার সংকটের কারণে আমদানি কমে গিয়েছিল। তার কারণে কিছু পণ্যের দাম বেড়েছিল। এখন যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা যায়, সংকোচননীতি ধরে রাখা যায়, ডলার সংকট কাটানো যায়, তাহলে আশা করা যায় শিগগিরই মূল্যস্ফীতি কমবে।</p>