<p>মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতে তেলের সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় টানা তৃতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি দাঁড়ায় প্রায় ৭৫ ডলারে। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৭১ ডলার ছাড়িয়ে যায়।</p> <p>মার্কিন ইনভেস্টমেন্ট ব্যাংকিং কম্পানি সিটি গ্রুপ জানিয়েছে, ইরানের তেল রপ্তানির অবকাঠামোতে বড় ধরনের হামলা হলে দিনে বৈশ্বিকভাবে তেলের সরবরাহ কমতে পারে ১৫ লাখ ব্যারেল।</p> <p>এতে তেলের বাজারে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ছোটখাটো তেল পরিশোধনাগার হলে দিনে তেলের সরবরাহ কমতে পারে তিন লাখ থেকে সাড়ে চার লাখ ব্যারেল। ওপেকের হাতে বাড়তি তেল মজুদ রয়েছে। তেলের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনার কারণে বাজারে তেলের দাম তেমন একটা বাড়ছে না।</p> <p>তবে ইসরায়েলের তেল পরিশোধনাগারে বা হারমুজ প্রণালির কাছে হামলা চালাতে পারে ইরান। এতে তেল সরবরাহে বিঘ্ন ঘটে বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার স্পর্শ করতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ক্ষুদ্র ঋণগ্রহীতা নিয়েছে ২২ শতাংশ ঋণ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/04/1728019691-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ক্ষুদ্র ঋণগ্রহীতা নিয়েছে ২২ শতাংশ ঋণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/10/04/1431702" target="_blank"> </a></div> </div> <p>গত মঙ্গলবার লেবানন ভূখণ্ডে ইসরায়েলের সৈন্য বাহিনী প্রবেশ করাকে কেন্দ্র করে ইসরায়েলে উচ্চগতির ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। প্রতিশোধ নিতে দেশটিতে হামলা চালাতে পারে ইসরায়েল—এমন আশঙ্কায় বিশ্ববাজারে বাড়তে শুরু করে জ্বালানি তেলের দাম।</p> <p>শুধু মঙ্গলবারই ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের তেলের দাম বাড়ে ৪ শতাংশের বেশি। সূত্র : ব্লুমবার্গ</p>