<p style="text-align:justify">ছাত্র-জনতার গণ-আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশের ঋণ কর্মসূচিতে কী প্রভাব ফেলছে তা পর্যবেক্ষণ করছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, গত কয়েক সপ্তাহে বাংলাদেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। আশা করছি, দ্রুত শান্তিপূর্ণ সমাধান হবে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের উন্নয়ন আকাঙ্ক্ষার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ।</p> <p style="text-align:justify">এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, পরিস্থিতি মূল্যায়ন করছে বিশ্বব্যাংক। গত জুন মাসে নগর অবকাঠামো উন্নয়নে ৯০০ মিলিয়ন ডলারের দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।</p> <p style="text-align:justify">ইআরডির তথ্য মতে, গেল জুন মাসে শেষ হওয়া ২০২৪ অর্থবছরে বাংলাদেশকে ২.৬১ ডলার দেওয়ার প্রতিশ্রুতি ছিল বিশ্বব্যাংক গ্রুপের। গত অর্থবছরে সংস্থাটি ২.১৫ বিলিয়ন ডলারের অর্থ ছাড় দিয়েছে।</p>