<article> <p style="text-align: justify;">দেশের রপ্তানি আয়ে বড় ভূমিকা রাখে বস্ত্র ও পাট শিল্প। যদিও কয়েক বছর ধরে এই খাতে রপ্তানি কমছে। তাই এই খাতে শিল্পের উন্নয়নে ও দক্ষ জনশক্তি বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। গত কয়েক বছরে এই খাতে বেশ কিছু প্রকল্পও নিয়েছে সরকার। এদিকে চলতি অর্থবছরের মাঝপথে এসেও এই খাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও গত জুলাই থেকে নভেম্বর পাঁচ মাসে এই মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি খুব বেশি ভালো নয়। গড় অগ্রগতির চেয়েও কম।</p> </article> <article> <p style="text-align: justify;">পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) যেখানে ৩৭০ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তা সংশোধিত এডিপিতে বাড়িয়ে ৩৯০ কোটি ৯ লাখ করা হচ্ছে। অর্থাৎ বরাদ্দ বাড়ছে প্রায় ২০ কোটি টাকা। এডিপিতে যেখানে ২১টি প্রকল্প বরাদ্দ পেয়েছিল। সংশোধিত এডিপিতে সেখানে ২৪টি প্রকল্প বরাদ্দ পাচ্ছে। যার মধ্যে দুটি একেবারে নতুন এবং একটি পুরনো প্রকল্প নামমাত্র বরাদ্দ পাচ্ছে।</p> </article> <article> <p style="text-align: justify;">পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এডিপি বাস্তবায়নের তথ্যে দেখা যায়, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে এই মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি মাত্র ১০.১৬ শতাংশ। খরচ করেছে মাত্র ৩৭ কোটি ৬২ লাখ টাকা। যেখানে নভেম্বর পর্যন্ত গড় এডিপি বাস্তবায়ন হয়েছে ১৭.০৬ শতাংশ।</p> <p style="text-align: justify;">বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলো বিশ্লেষণে দেখা যায়, বেশির ভাগ প্রকল্পই ২০১৭ বা ২০১৮ সাল থেকে পাঁচ বছরের বেশি সময় ধরে চলছে।  প্রকল্পগুলোর অগ্রগতি ৫০ থেকে ৬০ শতাংশ। অথচ তিন বছরে প্রকল্পগুলো শেষ হওয়ার কথা ছিল। ২০২০ বা ২০২১ সালে চালু হওয়া প্রকল্পগুলোরও অগ্রগতি আশাব্যঞ্জক নয়। লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন হার একেবারেই কম। বেশ কয়েকটি প্রকল্প চলতি অর্থবছরে শেষ হওয়ার কথা থাকলেও সেই অনুযায়ী কাজের অগ্রগতি নেই।</p> </article> <article> <p style="text-align: justify;">এই খাতে এডিপি বাস্তবায়ন কম হওয়ার বিষয়ে আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন কালের কণ্ঠকে বলেন, অনেক ক্ষেত্রে অর্থছাড় কম হওয়ার কারণেও প্রকল্প দেরি হচ্ছে। এ ছাড়া পরিকল্পনা অনুযায়ী কাজ না করায় মূলত নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ হয় না। একটু পরিকল্পনা অনুযায়ী প্রকল্পে সময় দিলেই যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন সম্ভব।</p> <p style="text-align: justify;">এদিকে কয়েক বছর ধরে কমছে বস্ত্র ও পাট রপ্তানি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় কমেছে সবচেয়ে বেশি। ২০২১-২২ অর্থবছর পর্যন্ত এই খাতে রপ্তানি এক বিলিয়ন ডলারেরও বেশি ছিল। গত অর্থবছরে তা ১৯ শতাংশ কমে দাঁড়ায় ৯১ কোটি ২০ লাখ ডলারে। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে পাট ও পাটপণ্যের রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০.২৪ শতাংশ কমেছে। লক্ষ্যমাত্রা থেকে আয় কম হয়েছে ১২ শতাংশ।</p> </article>