kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

আইসিসিবিতে সিরামিক এক্সপো শুরু

অনলাইন ডেস্ক   

২৪ নভেম্বর, ২০২২ ১৩:৪২ | পড়া যাবে ১ মিনিটেআইসিসিবিতে সিরামিক এক্সপো শুরু

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী সিরামিক এক্সপো। প্রদর্শনীটি চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনী দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাদের জন্য কোনো ধরনের প্রবেশ মূল্য ছাড়াই প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

আজ বৃহস্পতিবার আইসিসিবির নবরাত্রি হলে এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, অ্যাপারেলের মতো সিরামিক পণ্যও রপ্তানি করে বিলিয়ন ডলার আয় করবে বলে আমার প্রত্যাশা। চলমান বিশ্ব সংকটের কারণে বাংলাদেশেও জ্বালানি সমস্যায় পড়েছে। আশা করছি জানুয়ারি নাগাদ এই সমস্যার সমাধান হবে।সাতদিনের সেরা