kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

অনেক দিন পর গ্যাসের দাম চার ডলারের নিচে নামলো যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক   

১২ আগস্ট, ২০২২ ১০:২৮ | পড়া যাবে ২ মিনিটেঅনেক দিন পর গ্যাসের দাম চার ডলারের নিচে নামলো যুক্তরাষ্ট্রে

এ মাসে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম কমলো। স্থানীয় সময় গত বৃহস্পতিবার গ্যাসের গড় দাম গ্যালন প্রতি ৪ ডলারের এর নিচে নেমে এসেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন(এএএ) থেকে এই তথ্য পাওয়া গেছে।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন(এএএ) এর তথ্য অনুসারে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে গ্যাসোলিনের দাম জুন মাসে রেকর্ড পরিমাণ বেড়েছিল।

বিজ্ঞাপন

প্রতি গ্যালন ৫.০২ ডলার পৌঁছায়। এরপর এই মাসেই প্রথম দাম কমে হয়েছে ৩.৯৯ ডলার গ্যালন প্রতি।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) আগেই অনুমান করেছিল গ্যাসের জাতীয় গড় দাম ৪ ডলারের এর নিচে নেমে আসতে পারে। কারণ ফেব্রুয়ারিতে ইউক্রেন শুরু হওয়ার পর থেকে গ্যাস সরবরাহের উপর বিধিনিষেধের আশঙ্কা হ্রাস পেয়েছে।

গ্যসের মূল্য হ্রাস মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে কিছুটা স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

সূত্র : এনবিসি নিউজ।সাতদিনের সেরা