ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওরা)-এর সদস্য দেশসমূহের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের জন্য শক্তিশালী অর্থনৈতিক খাত চিহ্নিত করতে কৌশলগত রোডম্যাপের প্রয়োজন। সম্প্রতি ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরাম (আইওআরবিএফ)-এর চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম এবং দক্ষিণ আফ্রিকা আইওআরবিএফ-এর ফোকাল মিস নোকুথুলা এনডলোভুর অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।
আইওআরবিএফ হলো ৬টি পর্যবেক্ষক দেশসহ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনভুক্ত ২৩টি দেশের অর্থনৈতিক গোষ্ঠীর বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা। স্বল্পোন্নত দেশ, মধ্যম আয়, জি২০ এবং জি৭ দেশসমূহের এক বৈচিত্র্যময় মিশ্রণ এই সংস্থা।
বিজ্ঞাপন
ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা আইওরা, সদস্য দেশেগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নের কাজ করে থাকে। আইওরা’র ২৩টি সদস্য রাষ্ট্র এবং ৯টি ডায়ালগ পার্টনার রয়েছে।