গেমিং হার্ডওয়্যার ও ইনোভিটিভ বিজনেস সল্যুশন প্রদানে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এমএসআই, বাংলাদেশের বাজারে সামিট, প্রেস্টিজ ও মডার্ন নামে বিজনেস অ্যান্ড প্রডাক্টিভিটি ল্যাপটপের নতুন তিনটি সিরিজ নিয়ে এসেছে। নতুন সিরিজের প্রতিটি ল্যাপটপেই টুয়েলভথ জেনারেশন ইনটেল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
সামিট ও প্রেস্টিজ সিরিজে ব্যবহৃত এনভিআইডিএর গ্রাফিক্স, ব্যক্তিগত ব্যবহার এবং বিজনেস প্রফেশনালদের সহযোগিতা করছে লক্ষ্য অর্জনে। এ ছাড়া মডার্ন সিরিজে আরো চারটি ডিজাইন নিয়ে আসার জন্য এমএসআই জনপ্রিয় ফ্রেঞ্চ ইলাস্ট্রেটর লরেন সরলেটের সাথে চুক্তি করেছে।
বিজ্ঞাপন