দেশে মাথাপিছু আয় বর্তমানে (২০২১-২২ অর্থবছরে) ২৪২৮ মর্কিন ডলার। আর ২০২২-২৩ অর্থবছরে প্রাক্কলিত মাথাপিছু আয় ধরা হয়েছে ৩০০৭ ডলার।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতাকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল দুই হাজার ৬৪ ডলার।
বিজ্ঞাপন
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৫-১৬ ভিত্তি বছর অনুসারে ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় তিন হাজার সাত মার্কিন ডলার হবে।
স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন ১৯৭২ সালে। সেই থেকে যাত্রা শুরু হয়ে আজ ৫১তম বাজেট পাচ্ছে বাংলাদেশ।
‘কভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ স্লোগান নিয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। নতুন এ বাজেটে মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৭ দশমিক ৫ শতাংশ। এতে মূল্যস্ফীতি ধরা হয় ৫ দশমিক ৬ শতাংশ।