সব সংকট কাটিয়ে জনতা ব্যাংকের সব সূচকে এখন ঊর্ধ্বগতি। বিশ্লেষকদের মতে, এ অবস্থা ধরে রাখতে পারলে ব্যাংকটি আবার আগের অবস্থান ফিরে যাবে।
ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২১ সালের ব্যাংকের অনুমোদিত চূড়ান্ত আর্থিক বিবরণী অনুযায়ী অপারেটিং প্রফিট (পরিচালন মুনাফা) ১০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ২০১২ সালের পর আবার ব্যাংকটি এ অবস্থান ফিরে পেয়েছে।
বিজ্ঞাপন
শ্রেণিকৃত ঋণ কমানোয় উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে ব্যাংকটি। গত বছরের চেয়ে শ্রেণিকৃত ঋণ কমেছে শতকরা ৫ দশমিক ০৮ ভাগ। ১৩ হাজার ৭০০ কোটি টাকা থেকে কমে ব্যাংকটির মোট শ্রেণিকৃত ঋণ এখন ১২ হাজার ৩০০ কোটি টাকায় নেমে এসেছে।
ব্যাংকটির মোট আমানত বেড়ে এখন ১ লাখ ২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। এ ছাড়া রপ্তানি, স্প্রেড এবং ইল্ড অব অ্যাডভান্স (ঋণ থেকে আয়) বেড়েছে এবং কস্ট অব ফান্ড কমেছে। এ ছাড়া অন্যান্য সূচকগুলোতেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ব্যাংকটির। শনিবার এসব বিষয় ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।