kalerkantho

সোমবার ।  ২৩ মে ২০২২ । ৯ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২১ শাওয়াল ১৪৪৩  

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশ সুবিধা পাবে : ইইউ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক   

১২ জানুয়ারি, ২০২২ ০৩:০৩ | পড়া যাবে ১ মিনিটেএলডিসি উত্তরণের পরও বাংলাদেশ সুবিধা পাবে : ইইউ রাষ্ট্রদূত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশ বাণিজ্য সুবিধা পাবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে মতবিনিময়কালে এমন আশ্বাস দেন ইইউ রাষ্ট্রদূত।

বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মতবিনিময় সভায় ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়লগের পরবর্তী সভা আয়োজন, বাংলাদেশের রফতানি পণ্য বহুমুখীকরণ, বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রদত্ত জিএসপি সুবিধার  মেয়াদ বৃদ্ধি, বাংলাদেশের লজিস্টিক সেক্টরে বৈদেশিক বিনিয়োগ, ই-কমার্স, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় সার্বিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

সভায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিসহ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান এবং নূর মো. মাহবুবুল হক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনসাতদিনের সেরা