kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

এফবিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক    

২০ মে, ২০২১ ০১:১১ | পড়া যাবে ১ মিনিটেএফবিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন জসিম উদ্দিন

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি হিসেবে বুধবার (১৯ মে) দায়িত্ব গ্রহণ করেছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তার নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ২০২১-২৩ দ্বি-বার্ষিক মেয়াদে দায়িত্ব পালন করবে। এদিন বিদায়ী সভাপতি শেখ ফজলে ফাহিম নবনির্বাচিত সভাপতির কাছে দায়িত্ব অর্পণ করেন।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদসহ সাবেক ও বর্তমান নেতা এবং বিদায়ী পর্ষদ ও নবনির্বাচিত পর্ষদের পরিচালকরা।

এর আগে গত ১২ মে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই নির্বাচন বোর্ড সংগঠনটির সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি, সহ-সভপতি ও পরিচালক পদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।সাতদিনের সেরা