সিরিয়ালবিহীন জাহাজ চলাচল ও অবৈধ বাল্কহেডে পণ্য পরিবহন বন্ধ করা না হলে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন।
আজ শনিবার ওয়াটার ট্রান্সপোর্ট সেলের ঢাকা কার্যালয়ে ৮ দফা দাবি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, আমরা সাধারণ জাহাজ মালিকরা সরকারি নীতিমালা অনুযায়ী সিরিয়াল মোতাবেক পণ্য পরিবহন করলেও কতিপয় ফ্যাক্টরির মালিক, পণ্যের এজেন্ট ও কিছু অসাধু ব্যবসায়ী সিরিয়ালবিহীন জাহাজ চালাচ্ছেন। তারা অবৈধভাবে প্রতি মাসে ৪-৫ ট্রিপ পণ্য পরিবহন করলেও আমরা ২-৩ মাসে ১ ট্রিপও পণ্য পরিবহন করতে পারছি না। জাহাজ চলাচলে নীতিমালা না মানায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সিরিয়ালভুক্ত জাহাজ মালিকরা।
এছাড়া ১৫ বছরের পুরনো জাহাজকে বে ক্রসিংয়ে নিষেধাজ্ঞা দেওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন জাহাজ মালিকরা, যা অবিলম্বে তুলে নেওয়া উচিত। সিরিয়ালবিহীন জাহাজ অবৈধ বাল্কহেড বন্ধ করতে আমরা বহু সভা করেছি। নৌপথে আন্দোলন করেছি। কিন্তু অবৈধ জাহাজ, অবৈধ বাল্কহেডের চলাচল বন্ধ হয়নি।
একই সঙ্গে সরকারের কাছে সিরিয়ালবিহীন পণ্য পরিবহনকারী ও অবৈধ বাল্কহেড পরিচালনাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।
মন্তব্য