kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

এসএমই খাতে পুনঃঅর্থায়ন তহবিলের ঋণের সীমা বাড়ল

নিজস্ব প্রতিবেদক   

১৩ জানুয়ারি, ২০২১ ২০:১৪ | পড়া যাবে ১ মিনিটেএসএমই খাতে পুনঃঅর্থায়ন তহবিলের ঋণের সীমা বাড়ল

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত (সিএমএসএমই) উন্নয়নে গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সীমা বাড়িয়ে কুটির, মাইক্রো, ক্ষুদ্র খাতে সর্বোচ্চ তিন কোটি ও মাঝারি খাতে পাঁচ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

আজ বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা (সিএমএসএমই) খাতে ঋণপ্রবাহ বাড়ানোর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে পরিচালিত সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) শীর্ষক পুনঃঅর্থায়ন তহবিল চালু রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই তহবিলটি বাস্তবায়ন করা হচ্ছে। 

সার্কুলারে আরো বলা হয়েছে, এ তহবিলের আওতায় চলতি মূলধন ঋণের ক্ষেত্রে গ্রাহককে মোট প্রদত্ত ঋণের ৩০ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত এক বছর মেয়াদে পুনঃঅর্থায়ন এবং দুটি সমান ষান্মাসিক কিস্তিতে আদায় করতে হবে। 

মন্তব্যসাতদিনের সেরা