kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

করোনায় আমদানি কমায় কমেছে বাণিজ্য ঘাটতি

অনলাইন ডেস্ক   

৪ ডিসেম্বর, ২০২০ ২১:৫৩ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আমদানি কমায় কমেছে বাণিজ্য ঘাটতি

ফাইল ফটো

করোনার ধাক্কার পরেও চলতি অর্থবছরের (২০২০-২১) জুলাই-অক্টোবর সময়ে বাণিজ্য ঘাটতি কমে ৩২৩ কোটি ৬০ লাখ ডলারে দাঁড়িয়েছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার ৫০৬ কোটি টাকা। হিসাব করে দেখা গেছে, এই বাণিজ্য ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় ২৪৯ কোটি ৩০ লাখ ডলার কম।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ এক হাজার ২৫৪ কোটি ৮০ লাখ ডলার আয় করেছে। অন্যদিকে একই সময়ে আমদানিতে ব্যয় হয়েছে এক হাজার ৫৭৮ কোটি ৪০ লাখ ডলার। এ হিসাবে গত চার (জুলাই-অক্টোবর) মাসে পণ্য বাণিজ্যে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩২৩ কোটি ৬০ লাখ ডলার।

গত চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১ দশমিক ১০ শতাংশ, একই সময়ে আমদানি ব্যয় কমেছে প্রায় ১৩ শতাংশ। আলোচ্য সময়ে দেশের রপ্তানি ব্যয় ছিলো এক হাজার ২৫৪ কোটি ডলার। অপরদিকে আমদানি ব্যয় ১২ দশমিক ৯৯ শতাংশ কমে এক হাজার ৫৭৮ কোটি ডলারে পৌঁছেছে।

মন্তব্যসাতদিনের সেরা