করোনাভাইরাসের ক্ষতি মোকাবেলায় এবার সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থে গঠিত পুনরর্থায়ন তহবিলের সুদহার ৩ শতাংশ কমানো হয়েছে। সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) শীর্ষক এই পুনরর্থায়ন তহবিল থেকে এখন কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারা (সিএমএসএমই) ৬ শতাংশ সুদে ঋণ পাবেন। এত দিন এই ঋণের সুদহার ছিল ৯ শতাংশ।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সিএমএসএমই উদ্যোক্তাদের সক্ষমতা অক্ষুণ্ন রাখা এবং কর্মসংস্থান বৃদ্ধির নিমিত্তে এই খাতে চলতি মূলধন ঋণের পাশাপাশি মেয়াদি ঋণপ্রবাহ বাড়াতে সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে পরিচালিত এসএমইডিপি-২ শীর্ষক পুনরর্থায়ন তহবিল বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তহবিলের আওতায় সুদহার চলতি বছরের ১৮ নভেম্বর থেকে গ্রাহকপর্যায়ে ৬ শতাংশ এবং ব্যাংকপর্যায়ে ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য