kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

রবির আইপিও আবেদনের সময় বৃদ্ধির তথ্য সঠিক নয়

নিজস্ব প্রতিবেদক    

২৩ নভেম্বর, ২০২০ ১৩:১৭ | পড়া যাবে ১ মিনিটেরবির আইপিও আবেদনের সময় বৃদ্ধির তথ্য সঠিক নয়

টেলিকম অপারেট রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-এর জন্য আবেদনের মেয়াদ আজ সোমবার (২৩ নভেম্বর) শেষ হচ্ছে।

দেশের পুঁজিবাদারের ইতিহাসে সবচেয়ে বৃহৎ আইপিও নিয়ে আসতে যাওয়া টেলিকম অপারেটরটির আইপিও সাবসক্রিপশন মেয়াদ বৃদ্ধির কোনো রকমের সম্ভাবনা নেই বলে কম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ সংক্রান্ত গুজবে কান না দেওয়ার জন্য অপারেটর থেকে বলা হয়েছে। একই কথা বলছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাও।

জানতে চাইলে রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, রবির আইপিও আবেদন জমা দানের সময়সীমা বাড়ছে এমন একটি গুজব বাজারে ছড়ানো হচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন। রবির আইপিও জমাদানের সময়সীমা পূর্বনির্ধারিত তারিখ অনুসারে আজ ২৩ নভেম্বর শেষ হচ্ছে, এ সময়সীমা আর কোনোভাবেই বাড়বে না।

সাহেদ আলম আরো বলেন, 'রবির আইপিও আবেদনকে ঘিরে বিনিয়োগকারীদের মাঝে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে তাতে আমরা বিশেষভাবে অনুপ্রাণিত। এ জন্য বিনিয়োগকারী, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, স্টেকহোল্ডার, গণমাধ্যমসহ আইপিও সংশ্লিষ্ট সকলকে আমরা ধন্যবাদ জানাই।'

মন্তব্যসাতদিনের সেরা