kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

পুঁজিবাজারে বীমা খাতে ক্রেতার ঝোঁক

নিজস্ব প্রতিবেদক   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫৮ | পড়া যাবে ১ মিনিটেপুঁজিবাজারে বীমা খাতে ক্রেতার ঝোঁক

ফাইল ফটো

পুঁজিবাজারে শেয়ার বিক্রির চাপ থাকলেও বাড়ছে লেনদেন। ডিএসই এবং সিএসই দুই বাজারেরই একই অবস্থা। বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম হ্রাস পেয়েছে।

স্টক এক্সচেঞ্জের তথ্যানুযায়ী, তালিকাভুক্ত বীমা খাতের কম্পানির শেয়ারে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। দীর্ঘদিন মন্দাবস্থায় থাকলেও হঠাৎ করে এই খাতের শেয়ার কিনতে আগ্রহী হয়েছেন বিনিয়োগকারীরা। এতে বীমা কম্পানির শেয়ারের দাম বাড়ছে। এতে টাকার অঙ্কে শীর্ষ অবস্থানে উঠে এসেছে বীমা খাতের কম্পানি।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকা আর সূচক কমেছে ৭ পয়েন্ট। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৪২ লাখ টাকা আর সূচক কমেছে ১৬ পয়েন্ট। লেনদেন হওয়া ২৯০ কম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টির। আগের দিন লেনদেন হয়েছিল ২৭ কোটি ৪৬ লাখ টাকার।

মন্তব্যসাতদিনের সেরা