kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

বঙ্গবন্ধু শিল্পনগরে ১৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে সামুদা ফুড

নিজস্ব প্রতিবেদক   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ১০:১১ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু শিল্পনগরে ১৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে সামুদা ফুড

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামুদা ফুড প্রডাক্টস অ্যান্ড সামুদা কেমিক্যাল দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। প্রতিষ্ঠানটি ভোক্তা পণ্য উৎপাদন, খাদ্য প্রক্রিয়া ও কেমিক্যাল শিল্প নির্মাণ করবে। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু শিল্পনগরে ৬০ একর জমি চেয়েছে প্রতিষ্ঠানটি।

জমি পেলে সেখানে ২০ কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে সামুদা ফুড। প্রতিষ্ঠানটির এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। আজ সোমবার সামুদা ফুডকে বঙ্গবন্ধু শিল্পনগরে ৬০ এক জমি লিজ দেওয়ার আনুষ্ঠানিকতা করবে বেজা। রাজধানীর কারওয়ান বাজারে বেজার কার্যালয়ে বেজার পক্ষে নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আব্দুল মান্নান (অতিরিক্ত সচিব) এবং সামুদা ফুড প্রডাক্টস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার চুক্তিতে সই করবেন।

বেজার কাছ থেকে পাওয়া তথ্য বলছে, সামুদা ফুড প্রডাক্টস বঙ্গবন্ধু শিল্পনগরে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুললে সেখানে প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মন্তব্যসাতদিনের সেরা