kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

লতিফুর রহমানের মৃত্যুতে ডিসিসিআই’র শোক

নিজস্ব প্রতিবেদক   

১ জুলাই, ২০২০ ১৭:২৪ | পড়া যাবে ১ মিনিটেলতিফুর রহমানের মৃত্যুতে ডিসিসিআই’র শোক

বিশিষ্ট শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। 

আজ বুধবার ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং বিশেষ করে বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টিতে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। 

তাঁর এ মৃত্যু শুধু পরিবারের সদস্যরাই নয়, বরং পুরো দেশবাসী একজন সফল উদ্যোক্তাকে হারাল, যা আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি বলে ডিসিসিআই সভাপতি মনে করেন।

মন্তব্যসাতদিনের সেরা