kalerkantho

সোমবার । ১১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৫  মে ২০২০। ১ শাওয়াল ১৪৪১

সচল হলো চট্টগ্রাম বন্দর

কালের কণ্ঠ অনলাইন   

২১ মে, ২০২০ ১৪:৩১ | পড়া যাবে ১ মিনিটেসচল হলো চট্টগ্রাম বন্দর

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব কমায় আবহাওয়া অফিস সতর্ক সংকেত ৩ নম্বরে নামিয়ে এনেছে। ফলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ক্রমে সচল করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বহির্নোঙর থেকে একটি কনটেইনার জাহাজ টাগ বোটের সাহায্যে জেটিতে নিয়ে আসেন বন্দরের পাইলটরা। পরপর আনা হয় আরও তিনটি।

এ বিষয়ে বন্দর সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, আবহাওয়া অফিস সতর্ক সংকেত কমিয়ে দেওয়ায় বন্দরের নিজস্ব অ্যালার্ট তুলে নেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা