kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত

অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন

নিজস্ব প্রতিবেদক   

৮ এপ্রিল, ২০২০ ১৮:৪১ | পড়া যাবে ১ মিনিটেঅগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন

রাষ্ট্রীয় মালিকানাধিন অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন করা হয়েছে। ব্যাংটির ও-ই শাখার
একজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বুধবার সকালে শাখাটি লকডাউন করা হয়। সর্বশেষ গত রবিবার ও-ই কর্মকর্তা অফিস করেন। 

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শামস-উল ইসলাম বলেন, বুধবার সকাল সাড়ে ১১টায় একজন সিনিয়র অফিসার করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকে অবহিত করে শাখাটি লকডাউন করা হয়েছে। 

দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় সাধারণ ছুটির মেয়াদ তৃতীয় দফায় বাড়িয়ে  ১৪ এপ্রিল করা হয়েছে। তবে এই সাধারণ ছুটির মধ্যেও সীমিত আকারে ব্যাংকিং লেনদেন চালু রয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে ব্যাংকের করণীয় নিয়ে গত ২২ মার্চ সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। 

ওই সার্কুলারে বলা হয়েছিল, ব্যাংকে উপস্থিত সকলের মধ্যে নির্দিষ্ট দূরত্ব যেন বজায় থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। কিন্তু  বিভিন্ন সেবা গ্রহণকারী গ্রাহকসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে আগমন করার পর নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছেন না। এতে করোনার ঝুঁকি বাড়ছে।

মন্তব্যসাতদিনের সেরা