kalerkantho

সোমবার  । ১৬ চৈত্র ১৪২৬। ৩০ মার্চ ২০২০। ৪ শাবান ১৪৪১

ডিএসই'র ভুলে শেয়ার নিম্নসীমায়

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০২০ ১৪:৪৫ | পড়া যাবে ১ মিনিটেডিএসই'র ভুলে শেয়ার নিম্নসীমায়

করোনাভাইরাসের কারণে বড় পতন ঠেকাতে সার্কিট ব্রেকারে পরিবর্তন এনেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। তালিকাভুক্ত কম্পানির শেয়ার দামে সর্বনিম্ন সীমা বেঁধে দেয়, যাতে শেয়ারের দাম নির্ধারিত সীমার চেয়ে কমতে পারবে না। তবে সার্কিট ব্রেকারের সর্বনিম্ন শেয়ার দাম নির্ধারণ করতে গিয়ে ভুল হিসাব কষেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত তড়িঘড়ি করে বাস্তবায়নে কোনো কম্পানির শেয়ার দাম ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে, আবার কোনোটির শেয়ার দাম কমিয়ে হিসাব করেছে। গত বৃহস্পতিবার এই ভুল হিসাবে লেনদেন চললেও গতকাল রবিবার ভুল সংশোধন করে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন সীমা চূড়ান্ত করেছে ডিএসই।

মন্তব্যসাতদিনের সেরা