kalerkantho

সোমবার  । ১৬ চৈত্র ১৪২৬। ৩০ মার্চ ২০২০। ৪ শাবান ১৪৪১

যেসব এলাকায় গ্যাস থাকবে না রবিবার

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০২০ ১৭:৩৩ | পড়া যাবে ১ মিনিটেযেসব এলাকায় গ্যাস থাকবে না রবিবার

রাজধানীর কয়েকটি এলাকায় রবিবার ১২ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

আজ শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মোহাম্মদপুরে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন পরিবর্তন ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের জন্য রবিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না। 

যেসব এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে, মোহাম্মদপুর, রিংরোড, শেখেরটেক সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে। এর প্রভাবে ওই সময় এর আশেপাশের এলাকায়ও গ্যাস সরবরাহ কম বা স্বল্প থাকতে পারে।

মন্তব্যসাতদিনের সেরা