kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

পুঁজিবাজারের লেনদেন হলো মাত্র আধা ঘণ্টা!

নিজস্ব প্রতিবেদক   

১৯ মার্চ, ২০২০ ১৪:৪৭ | পড়া যাবে ১ মিনিটেপুঁজিবাজারের লেনদেন হলো মাত্র আধা ঘণ্টা!

স্বাভাবিক সময়ে পুঁজিবাজারের চার ঘণ্টা লেনদেন হলেও আজ পুঁজিবাজারের লেনদেন হয়েছে মাত্র আধা ঘণ্টা। ‌বেলা দুইটা থেকে আড়াইটা পর্যন্ত এ লেনদেন চলে। 

করোনাভাইরাসের কারণে পুঁজিবাজারে অব্যাহত পতন ঠেকাতে গতকাল বুধবার এক ঘণ্টা সময় কমানোর সিদ্ধান্ত নেই ঢাকা স্টক এক্সচেঞ্জ। 

তবে আজ বৃহস্পতিবার লেনদেন চালু নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। লেনদেন চালু করতে তিন দফা সময় পরিবর্তন করা হয়। পুঁজিবাজারে পতন ঠেকাতে সার্কিট ব্রেকারের পরিবর্তন আনতে লেনদেন পেছানো হয়। দেশের দুই পুঁজিবাজারে পতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার এক সার্কুলার জারি করেছে।

মন্তব্যসাতদিনের সেরা