kalerkantho

সোমবার  । ১৬ চৈত্র ১৪২৬। ৩০ মার্চ ২০২০। ৪ শাবান ১৪৪১

ইউএস-বাংলা এসেটসের আয়োজন ঢাকার ১২ স্থানে আবাসন মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক   

১২ মার্চ, ২০২০ ১৫:৪৩ | পড়া যাবে ১ মিনিটেইউএস-বাংলা এসেটসের আয়োজন ঢাকার ১২ স্থানে আবাসন মেলা শুরু

ঢাকাবাসীর জন্য একযোগে ১২টি স্থানে পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ইউএস-বাংলা এসেটসের আয়োজনে এই আবাসন মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। চারদিনের এই মেলা ধানমন্ডি, বংশাল, মিরপুর, রামপুরা-বনশ্রী, কাকরাইল-সেগুনবাগিচা, বনানী-গুলশান ২, গুলশান ১- নিকেতন, খিলগাঁও-তালতলা, মোহাম্মদপুর, উত্তরা, ওয়ারী ও বেইলি রোড-ইস্কাটনে মেলা চলবে। মেলায় ইউএস-বাংলা এসেটসের পূর্বাচল আমেরিকান সিটিতে প্লট বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় পুরষ্কার। সকল ভেন্যূতে প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত। 

ইউএস-বাংলা এসেটস্রে কর্মকর্তারা জানান, ঢাকার পূর্বাচলে তারা গড়ে তুলেছে পূর্বাচল আমেরিকান সিটি। প্রকল্পের থাকছে সুবিশাল খেলার মাঠ, যার আয়তন ২০ বিঘা। প্রকল্পে থাকছে সোলার হোম সলিউশন। এগিয়ে চলছে সবুজায়নের কাজ। প্রকল্পজুড়েই থাকছে তারবিহীন সিসি ক্যামেরা, সেন্ট্রাল মনিটরিং সিস্টেমসহ যাবতীয় অত্যাধুনিক সিকিউরিটি ব্যবস্থা। আগামীর কানেক্টিভিটি হিসেবে ঢাকা পূর্বাচল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সুবিধা, ঢাকা-সিলেট বাইপাস মহাসড়কের সাথে সংযোগ, এশিয়ান হাইওয়ের পাশেই প্রকল্পের অবস্থান। আবাসন প্রকল্পে জৈব বর্জ্য ডিকম্পোস্ট প্রযুক্তি দিয়ে উৎপাদিত হবে বিদ্যুৎ।

 

 

মন্তব্যসাতদিনের সেরা