kalerkantho

বৃহস্পতিবার । ১ শ্রাবণ ১৪২৭। ১৬ জুলাই ২০২০। ২৪ জিলকদ ১৪৪১

সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে জামানত ছাড়াই

নিজস্ব প্রতিবেদক   

২৮ জানুয়ারি, ২০২০ ০৮:১৭ | পড়া যাবে ১ মিনিটেসর্বোচ্চ ৯ শতাংশ সুদে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে জামানত ছাড়াই

দেশের সাতটি এসএমই ক্লাস্টার ও ক্লায়েন্টেল গ্রুপের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে ব্যাংক এশিয়ার মাধ্যমে ১৭ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। গত দশ বছরের ধারাবাহিকতায় এই ঋণের বিপরীতে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। প্রত্যেক উদ্যোক্তা সর্বনিম্ন এক লাখ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। চলতি মূলধন, মূলধনী যন্ত্রপাতি ক্রয়, টেকনোলজি উন্নয়ন ও সিজনাল এই ঋণের মেয়াদ তিন বছর।

বাংলাদেশ ব্যাংকের পুনরর্থায়ন কর্মসূচির আওতায় এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচি সম্প্রসারণে গতকাল সোমবার ব্যাংকটির সঙ্গে আলাদা তিনটি চুক্তি সই করে এসএমই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম ও ব্যাংক এশিয়ার পক্ষে প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এসব চুক্তি সই করেন।

মন্তব্যসাতদিনের সেরা