kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

সবাই মেহেরবানি করে ভালো কাজে যুক্ত হন : অর্থমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

১০ ডিসেম্বর, ২০১৯ ২১:৩০ | পড়া যাবে ১ মিনিটেসবাই মেহেরবানি করে ভালো কাজে যুক্ত হন : অর্থমন্ত্রী

অথর্মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সবাই মেহেরবানি করে ভালো কাজে যুক্ত হন। লজ্জা থেকে মুক্তি পেতে কর দিন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০১৯’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অথর্মন্ত্রী বলেন, আমরা কাউকে হয়রানি করব না। কেউ হয়রানি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। ব্যবসায়ীদের জন্য আমার দরজা জানালা সবসময় খোলা। আমরা মানুষকে সেবা দেব, ভালোবাসা দেব। 

তিনি আরও বলেন, আপনাদের মধ্যে যাদের অবস্থা ভালো তারা কর দেবেন- এটা আমার অনুরোধ। আমাদের ভালো কাজ করতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা