kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

কমার্শিয়াল ব্যাংক অফ সিলন প্রগতি সরণি শাখা নতুন ঠিকানায়

কালের কণ্ঠ অনলাইন   

৫ ডিসেম্বর, ২০১৯ ১৪:৫৯ | পড়া যাবে ১ মিনিটেকমার্শিয়াল ব্যাংক অফ সিলন প্রগতি সরণি শাখা নতুন ঠিকানায়

কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি তার প্রগতি সরণি এসএমই শাখার নতুন ঠিকানা- ক/১১/২এ জগন্নাথপুর, বসুন্ধরা রোড, ভাটারা, ঢাকা-১২২৯ এ সম্প্রতি উদ্বোধন করা হয়। 

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে শ্রীলঙ্কার হাই কমিশনার ক্রিসানথে ডি সিলভা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুণা কোলামুন্না (ব্যাংকের কান্ট্রি ম্যানেজার), কপিলা লিয়ানাজে (ব্যাংকের চিফ অপারেটিং অফিসার), গ্রাহক ও শুভাকাঙ্ক্ষী  প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা