kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্স অনুষ্ঠিত

কালের কণ্ঠ অনলাইন   

১৭ নভেম্বর, ২০১৯ ১৯:৫৬ | পড়া যাবে ১ মিনিটেসিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্স অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ কনফারেন্সে ‘ট্রেড ফ্যাসিলিটেশন অ্যান্ড প্রসিডিউরস’ বিষয়ের উপর লিড ডিসকাসেন্ট হিসেবে আলোচনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ান কটন শিপার্স অ্যাসোসিয়েশন-এর ম্যানেজার মাইকেল রেইলি, ডিএফএটি’র গুডস অ্যান্ড গভর্নমেন্ট প্রকিউরমেন্ট এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর স্টিফেন ম্যাকমিলান, স্টান্ডার্ড অস্ট্রেলিয়া-এর সিনিয়র ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট ম্যানেজার মিস পামেলা ট্যারিফ ও গ্রিফিথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ড. তপন সরকার।

কনফারেন্সে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যাংকার ও ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন।  

মন্তব্যসাতদিনের সেরা