kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

ডাচ্-বাংলার এমডি ও সিইও হিসেবে শিরিনের পুনঃনিয়োগ

কালের কণ্ঠ অনলাইন   

৩ নভেম্বর, ২০১৯ ১৬:৪৯ | পড়া যাবে ১ মিনিটেডাচ্-বাংলার এমডি ও সিইও হিসেবে শিরিনের পুনঃনিয়োগ

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আবুল কাশেম মোঃ শিরিনকে ১ নভেম্বর থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য পুনঃনিয়োগ দেয়া হয়েছে। 

শিরিন একই ব্যাংকে বিগত ৩ বছর যাবৎ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে এবং প্রায় ৮ বছর যাবৎ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 

ইতিপূর্বে তিনি একই ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট/ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ইনফরমেশন টেক্নোলজি ডিভিশনের প্রধান হিসেবে আরও ৬ বছর দায়িত্ব পালন করেছেন। ডাচ্-বাংলা ব্যাংকে যোগদানের পূর্বে তিনি বেসিক ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও আইটি বিভাগের প্রধান ছিলেন।

শিরিন সুনামগঞ্জ জুবিলি হাই স্কুল, সিলেট এম.সি. কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও এশিয়ান ইউনির্ভাসিটি অব টেকনোলজি ব্যাংকক থেকে শিক্ষা লাভ করেন।

মন্তব্যসাতদিনের সেরা