kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত চান পিপলস লিজিংয়ের আমানতকারীরা

নিজস্ব প্রতিবেদক   

১৪ অক্টোবর, ২০১৯ ১৪:০৪ | পড়া যাবে ১ মিনিটেডিসেম্বরের মধ্যে টাকা ফেরত চান পিপলস লিজিংয়ের আমানতকারীরা

আগামী ডিসেম্বরের মধ্যে জমানো টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন অবসায়ন হওয়া পিপলস লিজিংয়ের আামনতকারীরা।

আজ সোমবার ব্যক্তি-আমানতকারীদের পক্ষ হতে আমানতকারী কাউন্সিলের ৫ জন সদস্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করে এ দাবি জানান।

বৈঠক শেষে সামিয়া বিনতে মাহবুব নামে একজন সাংবাদিকদের এ দাবির কথা জানান।

এর আগে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে ধুঁকতে থাকা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিসেসকে (পিএলএফএসএল) অবসায়নের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে কোনো আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত এটাই প্রথম। তবে বিনিয়োগকারীরা তাদের অর্থ ফেরত পাবে বলে সে সময় আশ্বস্ত করেছিল বাংলাদেশ ব্যাংক।

মন্তব্যসাতদিনের সেরা