kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন সায়েদ মেম্বার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি   

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:১৫ | পড়া যাবে ১ মিনিটেওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন সায়েদ মেম্বার

নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পুরস্কার পেলেন উপজেলার ঝাউপাড়া বিন্যাবাড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে ইউপি সদস্য সায়েদ আলী।

আজ রবিবার বিকেল ৩টায় চাঁচকৈড় ওয়ালটন প্লাজায় থেকে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে ওই টাকার চেক তুলে দেন সায়েদ আলীর হাতে।

এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, ওয়ালটন কোম্পানির প্রিন্সিপাল অফিসার নাজমুল হুসাইন, ডেপুটি অ্যাসিস্টেন্ট ডিরেক্টর মো. মাহফুজুর রহমান, বিভাগীয় প্রধান মো. নুরুল ইসলাম, পাবনা জোনের এরিয়া ম্যানেজার আখতার হাবিব খান নুর ও ক্রেডিট অফিসার এস এম রেয়াজুল হাকিম উজ্জল এবং চাঁচকৈড় ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক কুমার অভিজিৎ গৌরসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সায়েদ আলী জানান, ঈদুল আযহা উপলক্ষে গত ১ আগস্ট ২৭ হাজার ৪০০ টাকার সাড়ে ১১ সেফটির একটি ফ্রিজ কিনে ওই পুরস্কার লাভ করেন।

মন্তব্যসাতদিনের সেরা