kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ওয়াসার বিল কালেকশন অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার ব্যাংক

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:০৮ | পড়া যাবে ১ মিনিটেওয়াসার বিল কালেকশন অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার ব্যাংক

ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী ৩৩টি ব্যাংকের মধ্যে বিল সংগ্রহ করে ২০১৮-১৯ অর্থবছরে তৃতীয় স্থান অধিকার করল প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

এ উপলক্ষে গতকাল শনিবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো. তাজুল ইসলাম, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এমডি এবং সিইও এম রিয়াজুল করিম (এফসিএমএ) -এর নিকট পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন।

এ সময় বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব হেলাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান। 

মন্তব্যসাতদিনের সেরা