kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

শুক্রবার শুরু হচ্ছে জামদানি উৎসব

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ১০:০৭ | পড়া যাবে ১ মিনিটেশুক্রবার শুরু হচ্ছে জামদানি উৎসব

আগামী শুক্রবার, ৬ সেপ্টেম্বর রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে ‘ঐতিহ্যের বিনির্মাণ’ শীর্ষক পাঁচ সপ্তাহব্যাপী জামদানি উৎসব শুরু হচ্ছে।

প্রদর্শনীতে থাকবে পুরনো সংরক্ষিত শাড়ির সংগ্রহ, গবেষণালব্ধ তথ্য-উপাত্তসহ সোনারগাঁর কৃতী জামদানি বয়নশিল্পীদের তৈরি ১০০ বছর পুরনো নকশার অনুকরণে অসাধারণ ও অবিশ্বাস্য নৈপুণ্যে নতুন করে বয়নকৃত শাড়ি ও বস্ত্রসম্ভার। যৌথভাবে উৎসবটি আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন।

গতকাল বেঙ্গল শিল্পালয়ের চিলেকোঠায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সাবেক সভাপতি রুবী গজনভী, বাংলাদেশ কারুশিল্প পরিষদের নির্বাহী সদস্য চন্দ্রশেখর সাহা, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী মনিরা এমদাদ, আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার আশরাফুল আলম, অরণ্য ক্রাফটসের ব্যবস্থাপনা পরিচালক নওশিন খায়ের ও কুমুদিনী হ্যান্ডি ক্রাফটসের হেনা সুলতানা।

মন্তব্যসাতদিনের সেরা