kalerkantho

মঙ্গলবার । ৫ ফাল্গুন ১৪২৬ । ১৮ ফেব্রুয়ারি ২০২০। ২৩ জমাদিউস সানি ১৪৪১

রংপুরে ফোটন ডিলার শো-রুম উদ্বোধন

কালের কণ্ঠ অনলাইন   

২৫ আগস্ট, ২০১৯ ১৯:০৮ | পড়া যাবে ২ মিনিটেরংপুরে ফোটন ডিলার শো-রুম উদ্বোধন

মেসার্স নিহান এন্টারপ্রাইজ, (আর কে রোড, উলিপুর মার্কেট, টার্মিনাল, রংপুর) এসিআই মটরস এর ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হয়ে রংপুরে তার যাত্রা শুরু করল। রংপুরে উলিপুর মার্কেট সংলগ্ন ফোটনের উক্ত শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ থেকে ৩.৫ টনের পিক-আপসহ অন্যান্য সকল ভারী যান এই শো-রুমে পাওয়া যাবে।

ফোটন শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরস এর সেলস ডিরেক্টর জনাব আজম আলি, বিজনেস ম্যানেজার জনাব মুনেম শাহরিয়ার, ফোটন মটরস এর ই ভি পি ডেভিড লি, প্রেস ক্লাব এর সেক্রেটারি জনাব রফিক সরকার, পুলিশ এর এ এস ডি জনাব ওহিদুর নবি, মাইক্রো- পিকআপ ইউনিয়ন এর সেক্রেটারি জনাব আসিফ খান বাপ্পি, মোটর ইউনিয়ন এর সেক্রেটারি জনাব তাজুল ইসলাম মুকুল, ডিলার জনাব লতিফুর রাহমান মিলন, এসিআই মটরস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী।

ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রীত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড, এই পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লক্ষ্যের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সকল প্রকার বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এসিআই মটরস এই বৎসর গাড়ির বিক্রি শুরু করে। 

মন্তব্যসাতদিনের সেরা