kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

নরসিংদীতে ফোটন ডিলার শো-রুম উদ্বোধন

কালের কণ্ঠ অনলাইন   

২৯ জুলাই, ২০১৯ ১৯:২৬ | পড়া যাবে ১ মিনিটেনরসিংদীতে ফোটন ডিলার শো-রুম উদ্বোধন

টিপি মটরস, এসিআই মটরস এর ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে নরসিংদীতে তার যাত্রা শুরু করল। নরসিংদীর সাহে প্রতাপ মোড়ে অবস্থিত ফোটনের উক্ত শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ থেকে ৩.৫ টনের পিক-আপসহ অন্যান্য সকল ভারী যান এই শো-রুমে পাওয়া যাবে।

ফোটন শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরস এর বিজনেস ম্যানেজার জনাব মুনেম শাহরিয়ার, জেনারেল ম্যানেজার জনাব জাকির হোসেন, নরসিংদী চেম্বার অফ কমার্স এর সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব শফিকুল ইসলাম শেখ, ফোটন চায়না থেকে আগত কান্ট্রি ম্যানেজার জনাব চার্লস, ট্র্যাফিক ইন-চার্জ জনাব গোলাম মাওলা তালুকদার, ডিলার জনাব সাগার সাহা ও জনাব সঞ্জয় সাহা, এসিআই মটরস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী।

ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রীত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড। এ পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লক্ষ্যের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সকল প্রকার বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এসিআই মটরস এই বৎসর গাড়ির বিক্রি শুরু করে। 

মন্তব্যসাতদিনের সেরা