kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

নওগাঁয় ৯৩৩ কোটি টাকার আম উৎপাদন

নওগাঁ প্রতিনিধি    

১৮ জুন, ২০১৯ ১০:২১ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁয় ৯৩৩ কোটি টাকার আম উৎপাদন

নওগাঁয় চলতি বছর দুই লাখ ৩৩ হাজার ৩২৫ মেট্রিক টন আম উৎপাদিত হয়েছে। যার বাজার মূল্য ৯৩৩ কোটি ৩০ লাখ টাকা। নওগাঁ জেলায় ক্রমেই আম উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে জেলার পোরশা, সাপাহার, পত্নীতলা, নিয়ামতপুর উপজেলায় নতুন নতুন আমবাগান গড়ে উঠছে। কৃষকরা তাঁদের ধানের জমিতে এসব বাগান গড়ে তুলছেন।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় মোট ১৮ হাজার ৬৬৬ হেক্টর জমিতে আমবাগান গড়ে উঠেছে। এসব বাগানে এ বছর মোট আম উৎপাদিত হয়েছে গড়ে প্রতি হেক্টরে ১২ দশমিক ৫০ মেট্রিক টন। চলতি বছর নওগাঁয় স্থানীয় বাজার অনুযায়ী প্রতি কেজি আম গড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনোজিত কুমার মল্লিক জানিয়েছেন, জেলা-উপজেলাভিত্তিক আমবাগানের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৪১৫ হেক্টর, রানীনগর উপজেলায় ২০ হেক্টর, আত্রাই উপজেলায় ১১৬ হেক্টর, বদলগাছি উপজেলায় ৩৩৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৩৬০ হেক্টর জমিতে।

মন্তব্যসাতদিনের সেরা