kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

বাজেট

বিদেশ থেকে সোনা আনতে বাড়তি সুবিধা

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুন, ২০১৯ ১৬:৩৩ | পড়া যাবে ১ মিনিটেবিদেশ থেকে সোনা আনতে বাড়তি সুবিধা

বিদেশ থেকে সোনা আনতে আগামী ২০১৯-২০ অর্থবছর থেকে বাড়তি সুবিধা পাবেন যাত্রীরা। এ জন্য শুল্ক সুবিধা দিতে ‘ব্যাগেজ রুলস-এ পরিবর্তন আনা হয়েছে।

বর্তমানে প্রতি ভরি সোনা আনার ক্ষেত্রে তিন হাজার টাকা শুল্ক দিতে হয়। আগামী অর্থবছরে এটি ভরিপ্রতি দুই হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

ব্যাগেজ রুলসের বিদ্যমান শর্ত অনুযায়ী, অবশ্যই যাত্রীদের বিদেশ থেকে আনা সোনা বার বা স্বর্ণপিণ্ড হতে হবে। একজন যাত্রী একসঙ্গে ১২টির বেশি সোনার বার আনতে পারবেন না। বর্তমানে একজন যাত্রী সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না বিনা শুল্কে আনতে পারেন।

মন্তব্যসাতদিনের সেরা