kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

বিএসটিআই মান পরীক্ষায় উত্তীর্ণ ফ্রেশ গুঁড়া হলুদ

কালের কণ্ঠ অনলাইন   

১ জুন, ২০১৯ ১৯:১৪ | পড়া যাবে ১ মিনিটেবিএসটিআই মান পরীক্ষায় উত্তীর্ণ ফ্রেশ গুঁড়া হলুদ

বিএসটিআই এর পণ্যমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ফ্রেশ ব্র্যান্ডের গুঁড়া হলুদ। গত বৃহস্পতিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের পরিচালক (সিএম) এস এম ইসহাক আলী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৫-৫ তারিখে পুনরায় নমুনা সংগ্রহ করে ফ্রেশ ব্র্যান্ডের গুঁড়া হলুদ পরীক্ষা করা হয়। এ পরীক্ষায় ফ্রেশ ব্র্যান্ডের ফ্রেশ গুঁড়া হলুদ কৃতকার্য হওয়ায় লাইসেন্সের স্থাগিতাদেশ প্রত্যাহার করা হলো। এখন থেকে ফ্রেশ গুঁড়া হলুদ বিক্রিতে কোনো পর্যায়ে কোনো বাধা থাকল না।

মন্তব্যসাতদিনের সেরা